Featured Post

The Awkward "are you happy?" Question

Two days ago, it was quite an usual morning when my favorite movie-mate and I were watching this really interesting movie called, Hec...

Tuesday, November 29, 2011

তুমি নেই কোথাও !



তুমি নেই কোথাও !

যখন চারিদিক অন্ধকার
-ভীষণ কালো
রাতের প্রহরীরা হাতছানি দিয়ে
-ডাকে তোমায়
আমি জানালায় একা বসে দেখি
-তোমার চলে যাওয়া
অশরীরি বাতাস কথা বলে আমার কানে
- ওলট-পালট করে দিয়ে সময়
দুঃস্বপ্নের বেড়াজালে আবদ্ধ আমি, ফিরে আসতে চাই
-তুমি নেই কোথাও!


তবুও হয় জেগে থাকা একা
ফিরে দেখ নি তুমি, আক্ষেপ নেই আমার
তবুও থমকে থাকে তোমার ছায়া
অনুভূতিহীন প্রহর, এ ভালোবাসা খুব অর্থহীন মনে হয়!


যখন কোথাও নেই একটু আলো,
-পালিয়ে বেড়ায় চাঁদ
পৃথিবীর সব ঘুমিয়ে পড়ে, আমাকে কাঁদা
-এ ঘুমহীন চোখ
হারিয়ে খুজি তোমাকে আমি, স্বপ্নেরা জানায়
-চির বিদায়
হৃদয়হীন আত্মা তুমি , জানি স্পর্শ করে না তোমায়
-আর্তনাদ আমার
রক্তের নোনা গন্ধে শ্বাসরুদ্ধ আমি ,শেষবার দেখতে চাই
-তুমি নেই কোথাও. . . . . !


Date: 20/07/2009

9 comments:

  1. I liked the last para-utsha

    ReplyDelete
  2. I like it very much!Keep it up!Higher expectations from now on!:D

    ReplyDelete
  3. hhm...nice....but needs more practice....them it will be great!

    ReplyDelete
  4. hahaha..well i knw..but who's gonna practice writin bangla poetry?..not me! lol..damn hard!

    ReplyDelete
  5. Well written.
    But I think taking some times before writing will help u to express what u exactly wanted to write.
    No doubt u have very good humor of it. I luv it <3

    ReplyDelete
  6. it felt more like a lyrics than a poem...good going..:)

    ReplyDelete
  7. yeah i thot so..let's call it a lyric then :)

    ReplyDelete